কালভার্ট ভেঙ্গে পানি বন্দি বসতবাড়ি, ক্ষতির মুখে মাঠের ফসল

0

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের পাশে ছোট একটি কালভার্ট দিয়ে মাঠের পানি বাহির হয়। কয়েকমাস আগে কালভার্ট টি ভেঙ্গে যায়। সড়কে চলাচলের সমস্যা হওয়ায় তা সংস্কার করে সড়ক বিভাগ। ঐ কালভার্ট দিয়ে উত্তর ও দক্ষিন দিকের মাঠের পানি প্রবাহিত হতো। সড়ক সচল রাখতে কালভার্ট সংস্কার করায় সামন্য বৃষ্টিতেই পানি প্রবাহ বন্ধ হয়ে ফসল ডুবে যাচ্ছে।
স্থানীয়রা জানান, সড়কের একপাশে বসত বাড়ি, কমিউনিটি ক্লিনিক, গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন স্কুল সহ অনেক স্থাপনা অন্যদিকে মাঠ। কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় সড়ক ও জনপথ সাময়িক ব্যবস্থা হিসেবে কালভার্ট এর উপর রাস্তায় ইট দিয়ে এবং পরবর্তীতে পিচ দিয়ে গাড়ি চলাচলের উপযোগী করে দেয় কিন্তু তাতে একদিকে যেমন মানুষের উপকার হয়েছে অন্যদিকে তেমনি পানি মাঠ থেকে বের হতে না পারার কারনে দক্ষিন দিকের স্থাপনা, মরিচ ও কলা গাছসহ বিভিন্ন ফসল নষ্ট হচ্ছে। ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান জানান, রাস্তার দক্ষিন দিকে ব্যাপক পানি জমে আছে স্কুলসহ বিভিন্ন ফসলের জমিতে। ইতোমধ্যে ক্ষতি হয়েছে প্রায় ৫০ বিঘা জমির কলাসহ বিভিন্ন ফসল। ক্ষতিগ্রস্থদের চাষিদের মধ্যে আছে আব্দুল করিম, আনছারুল হক, কামাল হোসেন, মুস্তাকিমসহ আনেকর জমিতেই বিভিন্ন ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারন কৃষকদের দাবী দ্রুত নুতন করে কালভার্ট নির্মান করে তাদের সমস্যার স্থায়ী সমাধান করার।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.