কুড়িগ্রামে দুর্গম চরে গণপিটুনীতে  চোরের মৃত্যু

0
আল এনায়েত করিম রনি,কুড়িগ্রাম প্রতিনিধি : 
কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গম সাহেবের আলগা ইউনিয়নের চরগুজিমারী গ্রামে গরু চুরী করতে গিয়ে জনতার পিটুনীতে রহমান ওরফে রহম আলী (৬০) নামে এক গরু চোরের মৃত্যু হয়েছে। এসময় অপর দুই চোর পালিয়ে যেতে সমর্থ হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১টার দিকে ওই চরের বাসিন্দা বজরু মুন্সির ছেলে মকবুল হোসেনের বাড়ীতে।
নিহত রহমান ওরফে রহম আলী গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার টেংরাকান্দি গ্রামের মুছা শেখের পুত্র বলে জানা গেছে। পুলিশ ও পার্শ্ববর্তী হাতিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বারেক মিয়া জানান, ব্রহ্মপূত্র নদ দ্বারা বিচ্ছিন্ন সাহেবের আলগা ইউনিয়নের চরগুজিমারী চরে কৃষক মকবুল হোসেনের বাড়ীতে গভীর রাতে ৩ চোর গোয়াল ঘরে গরু চুরীর উদ্দেশে প্রবেশ করে। এসময় মকবুল হোসেন বোরো খেতে পানি দিয়ে 
বাড়ীতে ঢুকছিলেন। গোয়াল ঘরের দরজা খোলা দেখে তার সন্দেহ হওয়ায় টর্স জ্বালিয়ে এগিয়ে আসার সময় দু’ব্যক্তি ছুটে পালিয়ে যায়। এসময় মকবুল হোসেনের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে রহমত ওরফে রহম আলীকে ধরে 
ফেলে। পরে গ্রামবাসীর গণপিটুনীতে রহম আলীর হাত-পা ভেঙ্গে যায়।
গভীর রাত হওয়ায় তাকে পরদিন বৃহস্পতিবার দুপুরে উলিপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসা হলে 
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন। দু’জন চোর পালিয়ে গেলেও মকবুল হোসেনের গোয়াল ঘরে চোরদের রেখে যাওয়া গরু চুরির রশি, ব্লেড ও গরুর মুখের ৫টি টোপা পাওয়া যায়।
উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা. সুভাষ চন্দ্র সরকার জানান, হাসপাতালে নেয়ার পূর্বেই ওই ব্যক্তির মৃত্যু হয়। 
ঘটনার সত্যতা নিশ্চিত করে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। মকবুল হোসেনসহ ৩জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের স্বজনদের খবর দেয়া হয়েছে। গণপিটুনীতে একজনের মৃত্যু হওয়ায় তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.