সস্তা পারিশ্রমিকে ডোমারে দিন দিন বাড়ছে নারী শ্রমিকের চাঁহিদা

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : পুরুষের তুলনায় নারী শ্রমিকের মূল্য কম থাকায় নীলফামারীর ডোমারে বোরোধান নিড়ানীতে দিন দিন চাহিদা বেড়েছে নারী শ্রমিকের। উপজেলার হরিনচড়া ইউনিয়নের পাচ নং ওয়ার্ডে ১১ মার্চ শুক্রবার সরজমিনে কৃষক ক্ষিরোদ চন্দ্র রায়ের বোরোধান খেতে দেখা যায় ব্যস্ত সময় পার করছে নারী শ্রমিক প্রমিলা বালা, স্বরদিনি, বিমলা রানী সহ আরো অনেকে। সববাধা অতিক্রম করে নারী এখন মাঠে ময়দানে, অফিসে কাজ করছে, তারা জানেনা কবে নারী দিবস, বর্তমানে কোন কাজেই পিছিয়ে নেই নারী।

শ্রমিক দফাদার প্রমিলা বালা বলেন হামরা দুই কামলা দিয়েই ৩৩ শতাংশ জমির আগাছা (ঘাঁস)পরিস্কার করি। পুরুষের মুজুরী ৫ শত টাকা, নারী শ্রমিকের ৩ শত টাকা। সমান ভাবে কাজ করেও মুজুরী কম পাই হামরা। এজন্য নারী নারী দলবদ্ধ ভাবে কাজ চুক্তি নেই,দিন হিসেবে মুজুরী করি। পুরুষ কামলা বেশীর ভাগ ঢাকা, চট্টগ্রাম যাওয়ার কারণে হামার নারী শ্রমিকদের কদর বাড়িছে। কৃষক ক্ষিরোদ বলেন পুরুষ না-পেয়ে নারীদের আটশত টাকা হিসেবে বিঘা চুক্তি দিয়েছি, দুই কামলা দিয়ে এক বিঘা৩৩ শতাংশ জমিন নিরানী শেষ করে। কথা হলে জেলা বিডি২৪ভিউজ প্রতিনিধিকে উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) আনিচ্ছুজ্জামান বিডি২৪ভিউজ কে জানান, এবারে উপজেলায় ১৩ হাজার দুই শত ত্রিশ হেক্টর জমিতে বোরো চাষাবাদ করা হয়েছে।আমার দেখা বর্তমানে ডোমারে পুরুষের সাথে সমান তালে নারী শ্রমিকরা ব্যপক শ্রম বিক্রী করছে, অবশ্যই ভালো দিক।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.