প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সেবা হোক শিক্ষার উপকরণ

0

তুষার হাবীব, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের হরিনাকুন্ডুতে “প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সেবা হোক শিক্ষার উপকরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ”হরিনাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ে” গতকাল ১৭ ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও শিশু দিবস ২০২২ কেক কেটে ও জাতির জনকের মূরালে ফুলেল শুভেচ্ছা এবং দোয়া মাহফিলের মধ্যে দিয়ে পালিত হল। হরিনাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি মোঃ মানোয়ার হোসেন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ হরিনাকুন্ডু থানা আঃরহিম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিণাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মোঃ রাশেদুল ইসলাম (রাশেদ), হরিনাকুন্ডু প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম সহ শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারি বৃন্দ। দোয়া ও আলোচনা সভায় বক্তারা বলেন প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা না বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এখন প্রত্যেক প্রতিবন্ধীকে ভাতা প্রদান করছেন, লেখাপড়া করার সুযোগ করে দিয়েছেন এবং চাকরিতে প্রতিবন্ধী কোটা করে সরকারি অনেক বড় বড় পদে চাকরি করার পথ খুলে দিয়েছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.