সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ভাইরাসের টিকা কেন্দ্রের ভলেন্টিয়ার রেড ক্রিসেন্ট যুব সদস্যদের উপর সন্ত্রাসী হামলা

0

রিজাউল করিম সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর হাসপাতালে করোনা ভাইরাসের টিকা কেন্দ্রের ভলেন্টিয়ারদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের ৭ জন যুব সদস্য আহত হয়েছে। এঘটনায় শহরের রাজারবাগান এলাকার এ্যাড. শফিকুল ইসলামের ছেলে রেড ক্রিসেন্টের যুব সদস্য মো. সাইফুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা খুলনা রোড মোড়স্ত এসপি বাংলোর সামনের বাসিন্দা হামলার সাথে জড়িত ১নং আসামী রাজু পিতা অজ্ঞাতসহ ৮/১০ জনকে আসামী করে সাতক্ষীরা সদর থানায় এজাহার দাখিল করেছে।
রবিবার (২০ মার্চ) বেলা ১১টা ৩৫ মিনিটে সদর হাসপাতালে করোনা ভাইরাসের টিকা কেন্দ্রে এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এজাহার সূত্রে জানা যায়, রাজুসহ একদল সন্ত্রাসী টিকা কেন্দ্রে গিয়ে টিকা কার্ড ছাড়া টিকা দিতে চাই। একপর্যায়ে টিকা কেন্দ্রে ভলেন্টিয়ার রেড ক্রিসেন্টের যুব সদস্যদের সাথে তর্কে জড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে টিকা কেন্দ্রে হামলা করে। এসময় লোহার রড, জিআই পাইপ ও লাটি সোটাসহ হামলা করে। মারধোর চলাকালে এসময় অনেকে দিকবেদিক ছুটতে থাকে। টিকা কেন্দ্র থেকে সদর থানা পুলিশকে জানালে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়। এঘটনায় আহত হয় সদর হাসপাতালের করোনা ভাইরাসের টিকা কেন্দ্রের ভলেন্টিয়ার রেড ক্রিসেন্টের যুব সদস্য মিলন, লিজা, সাকিব, ফাহিমসহ ৭জন।

এসময় সন্ত্রাসী রাজু সাইফুলকে গুরুতর আঘাত করে ২০,০০০ টাকা কেড়ে নেয়। রাজুকে বাঁধা দিতে গেলে নারী সদস্যদেরকে শ্লীলতাহানী করেছে। রাজুর সন্ত্রাসী বাহিনীসহ এ বর্বর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে রেড ক্রিসেন্ট ইউনিট ও হামলার শিকার পরিবার। এব্যাপারে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছে রেড ক্রিসেন্ট ইউনিট ও হামলার শিকার পরিবার।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.