হরিনাকুন্ডু প্রেসক্লাবে ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠিত
তুষার হাবীব, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলনে, পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করে। আজ ১১ এপ্রিল ২০২২ ইংরেজি রোজ সোমবার বিকাল ৪ ঘটিকায় সময় হরিনাকুন্ডু প্রেসক্লাব সম্মেলন কক্ষে প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি ডাঃমোঃআবুল কালাম আজাদের সভাপতিত্বে, এবং হরিনাকুন্ডু প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুদীপ্ত সালামের সন্ঞালনায়, হরিনাকুন্ডু প্রেসক্লাবের সাবেক সকল নেতা ও সদস্যদের মতামতের ভিত্তিতে আজকে নতুন কমিটি গঠিত হয়। নবগঠিত কমিটিতে দৈনিক সমকাল প্রত্রিকার হরিনাকুন্ডু উপজেলা প্রতিনিধি মোঃ সাইফুজ্জামান তাজুকে সভাপতি ও দৈনিক গ্রামের কন্ঠ প্রত্রিকার ষ্টাফ রিপোর্টার সুদীপ্ত সালামকে সাধারণ সম্পাদক ও দৈনিক স্পন্দন প্রত্রিকার হরিনাকুন্ডু উপজেলা প্রতিনিধি মোঃ জাভেদ হাসান আক্তারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে সর্বসম্মতিক্রমে ৩৩ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি পাশ হয়।
কমিটি শেষে হরিনাকুন্ডু প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি, সাইফুজ্জামান তাজু আমাদের প্রতিনিধির দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, নবগঠিত কমিটিকে শক্তিশালী ও সর্বস্তরে গ্রহণ যোগ্য এবং সত্য ও সঠিক নিউজ করার জন্য হরিনাকুন্ডু প্রেসক্লাব বদ্ধপরিকর। তিনি আরও বলেন, আমরা বিগতদিনে হরিনাকুন্ডুর সকল একমনা সাংবাদিক এক প্লাটফর্মে ছিলাম এবং আগামীদিনেও একসাথে যেনো থাকতে পারি সেইজন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। হরিনাকুন্ডু প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুদীপ্ত সালাম “বিডি ২৪ ভিউজকে” জানান, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন হটকারি বা হলুদ সাংবাদিকের ঠায় নাই। আমরা চাই প্রত্যেক সংবাদকর্মী যেন সঠিকভাবে তার কাজটি সম্পাদন করে। আর সেদিকে আমরা বিশেষ ভাবে নজর দেব ইনশাল্লাহ। সর্বশেষ হরিনাকুন্ডু প্রেসক্লাবের সৌজন্যে ইফতার গ্রহনের মাধ্যমে আজকের সম্মেলনের পরিসমাপ্তি ঘটে।