ডোমারে এক গাভী জন্ম দিল দুই বাছুর

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে এক গাভীর দুই বাছুর জন্ম হওয়ায় খুশির আমেজ বইছে গরুর মালিকের পরিবারে। গত বৃহস্পতিবার ২১ শে এপ্রিল ভোর পাঁচটার সময় রুপাচন রায়ের গোয়াল ঘড়ে লাল রং এর একটি শ্বার ও একটি বাচ্চি গরু জন্মদেয় লাল মা গাভীটি, সে উপজেলা হরিনচড়া ইউনিয়নের শেওটগাড়ী গ্রামের মৃত ধরনীকান্ত রায়ের ছেলে রুপাচন রায় পেশায় একজন দিনমুজুর,তিনি জানান স্থানীয় গরুর ডাঃপরিমল এর বাড়িত গরু ধরি যাই দেশীয় স্বার দারা প্রজনন বীজ দেয় এই গরু আগত (পূর্বে) একটা বাছুর দিছিল এবার দুই বাছুর জন্ম দেওাতে হামার পরিবারোত ভীষণ খুশি হছে, এ বিষয় কথা হলে ডোমার উপজেলা (পশু ও প্রানী সম্পদের) ডা.মোজাম্মেল হক বলেন জেনেটিক কারনে এরকম হয় দুইয়ের অধিক তিনটি পর্যন্ত গরু বাছুর জন্মদিতে পারে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.