ঈদের আনন্দ ভাগাভাগি করতে বান্দরবান থেকে গ্রামে ছুটছে হাজারো মানুষ

0

রিমন পালিত: স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বান্দরবান থেকে গ্রামে ছুটছে হাজার হাজার মানুষ। যানবাহনের তুলনায় ঘরমুখো মানুষের সংখ্যা বেশি দেখা গেছে।অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে চড়ে যেতে দেখা গেছে।

বান্দরবান বাস টার্মিনাল ট্রাফিক মোড় সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এবারের ঈদে ঘরমুখো মানুষ স্বস্তিতেই বাড়ি ফিরছে। তবে বিভিন্ন বাসস্টেশনে ঘরমুখো মানুষের বাসের জন্য অপেক্ষায় থাকতে দেখা গেছে। বেলা বাড়ার সঙ্গে বাড়ে ভিড়ও। যারা বাস পাচ্ছেন না তারা ভিন্ন উপায়ে যেমন ট্রাক, পিকআপ, সিএনজি ও মোটরসাইকেল ভাড়া করে যাচ্ছেন। মানুষের প্রত্যাশা ভোগান্তিহীন বাড়ি ফেরা। সরেজমিন দেখা যায় বিভিন্ন মোড়ে ট্রাফিক পুলিশকে কাজ করতে দেখা গেছে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.