ডোমারে হাতি দিয়ে চাঁদাবাজি

0

সত্যেন্দ্রনাথ রায়, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী ডোমারে হাতিদিয়ে চাঁদাবাজি করতে দেখাগেছে। ডোমারে হাতির ভয়দেখিয়ে এক ব্যক্তি কে চাঁদা তুলতে দেখাগেছে।১৭ ই মে মঙ্গরবার ডোমার বাজারে দুইটার সময় মুক্তিযোদ্ধা কমপ্রেক্ম সামনে হাজিবিরিয়ানি হাউস খাদ্যের দোকানে হাতিরশুড়দিয়ে একশ টাকার নোট নিতে দেখাযায় এক হাতির মাহুত কে,তার নাম ঠিকানা জিজ্ঞাশা করলে প্রতিবেদক কিছু বলেনি তবে শুধুযে ওই দোকানে যে চাঁদাবাজি করেছে এমন নয় রিতিমত রাস্তায় মধ্যে হাতিকে দাড় করিয়ে অটো,মাইক্রো পরিবহন সহ মটোরসাইকেল যাত্রীদের আটক করে বাধ্য করে নেয়া হচ্ছিল চাঁদা বাদ যায়নি ভিতরের বাজারের দোকানেও।

ভয়ে দিতে হচ্ছে নিম্নে দশ হতে১শত টাকার নোট এমনই অভিযোগ করলেন ডোমার রেলঘুন্টি, মুক্তিযোদ্ধা কমপ্রেক্মর আশপাশের অগনিত দোকানদার,পথচারী,অটো, মোটরচালক সহ বিভিন্ন পেশা জীবীগন।তারা বলেন ডোমারে মাঝে মাঝেই হাতিদিয়ে চাঁদা তুলতে আসে আমরা ক্ষতি এড়াতে ও ভয়ে দ্রুত টাকা দিয়ে দেই,আমরা উপজেলা বাসীএর প্রতিকার চাই।জলঢাকা কালিগঞ্জ বাজারে বর্তমান যে সার্কাস চলছে হাতিটি তাদের হতে পাড়ে বলে অনেকেই অনুমান করছে।এ বিষয় জানালে ডোমার থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.