না ফেরার দেশে কাপ্তাইয়ে বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ

0

মাহফুজ আলম, কাপ্তাই (রাঙামাটি) থেকে : রাঙামাটি কাপ্তাইয়ের বীর মুক্তিযোদ্ধা, মোঃ রেফায়েত উল্লাহ- ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইণ্ণা ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

বুধবার (১৮ মে) সকাল ১১ টার দিকে বার্ধক্যজনিত রোগাক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ১কন্যা আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার এশার নামাজে পর রাত সাড়ে ৮টার পর কাপ্তাই প্রজেক্ট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঁঠে জানাজা শেষে কাপ্তাই প্রজেক্ট হাদি টিলা নামক কবরস্থানে তকে দাফন করা হয়েছে।

এর আগে বীর মুক্তিযোদ্ধা মোঃ রেফায়েত উল্লাহ-মৃত্যু খবর পেয়ে,খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি পার্বত্য রাঙামাটি সাংসদ সদস্য দীপংকর তালুকদার (এমপি) গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এরপরে বিকেল সাড়ে ৫ টা সময়ে

কাপ্তাই প্রজেক্ট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় মাঁঠে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বীর মুক্তিযোদ্ধা মোঃ রেফায়েত উল্লাহ’কে ফুলেল শ্রদ্ধা জানান ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির এস আই মোঃ মাঈনুর রহমান এর নেতৃত্বে পুলিশ ফোর্স বীর মুক্তিযোদ্ধা রেফায়েত উল্লাহ’র স্মরণে গার্ড অব অনার ও সালাম প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকবাল হোসেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী,কাপ্তাই উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ শাহাদাত হোসেন চৌধুরী,কাপ্তাই উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, ০৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ প্রমুখ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.