বান্দরবানে সন্ত্রাসী বাহিনীর পরিচয়দানকারী ১ ভুয়া চাঁদা আদায়কারী আটক

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বিভিন্ন সন্ত্রাসী বাহিনীর নাম ভাঙ্গিয়ে চাঁদা উত্তোলনের অভিযোগ ১ ভুয়া চাঁদা আদায়কারীকে আটক করা হয়েছে ।

আজ ২৩ মে সোমবার ১২ টার দিকে বিশেষ গোপন তথ্যের ভিত্তিতে ওয়ারেন্ট অফিসার শামীম ( ৫ ইবি) এর নেতৃত্বে
বান্দরবান সদরস্হ তালুকদার পাড়া হতে সন্ত্রাসী বাহিনীর নাম দিয়ে বিভিন্ন জনের কাছে থেকে চাঁদা উত্তোলনের সময় ১ ভুয়া চাঁদা উত্তোলন কারী কে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তি হল রুমা সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড পলিকা পাড়ার উচিনু মার্মার ছেলে উমুংচিং মার্মা ( ৩৫)
আটককৃত ব্যক্তির কাছ থেকে ১ টি দেশীয় তৈরী অস্ত্র , ইয়াবা, নগদ টাকা, মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য যে আটককৃত ব্যক্তি গত ১১ মে বান্দরবান মধ্যম পাড়ার ( নাম প্রকাশে অনিচ্ছুক) একটি চা, পান সিগারেট এর দোকান থেকে ৮০ হাজার টাকা চাঁদা নিয়েছে বলে জানা যায় । উক্ত ব্যক্তির নামে আরো বিভিন্ন জায়গায় চাঁদার অভিযোগ রয়েছে ।

বর্তমানে আটককৃত ব্যক্তিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.