কাপ্তাইয়ে আইন সংক্রান্ত সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষন কর্মশালা

0

মাহফুজ আলম, স্টাফ রিপোর্টার : কাপ্তাই উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগীতায় ও জাইকার অর্থায়নে দেশের প্রচলিত বিভিন্ন আইন সংক্রান্ত সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষে সোমবার ২৩ মে কাপ্তাই উপজেলা মিলনায়তন কক্ষে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহানের সভাপতিত্বে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত হলে দিনব্যাপী এই প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

এই কর্মশালায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, ধর্মীয় গুরু ও বিভিন্ন শ্রেণী পেশার অংশীজনেরা অংশগ্রহন করেন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে তামাক ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক দিকনির্দেশনাসহ গুরুত্ব আরোপ করেন, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (আরএমও) ডাক্তার ওমর ফারুক রনি,সড়ক আইন ২০১৮ অনুযায়ী অপরাধের ধরন ও দন্ডবিধি নিয়ে আলোচনাসহ গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন কাপ্তাই সার্কেল এডিশনাল এসপি রওশনারা রব, কাপ্তাই উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা রিমি চাকমা বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন,এছাড়াও প্রশিক্ষন কর্মশালার শুরুতে বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল পরিচালক ডাঃ প্রবীর খিয়াং।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.