কাপ্তাই বগার চর হেফজ খানা ও এতিম খানা’র শুভ উদ্ধোধন করলেন – দীপংকর তালুকদার এমপি
মাহফুজ আলম, কাপ্তাই ( রাঙামাটি) থেকে : খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও রাঙামাটি ২৯৯ আসনের সাংসদ দীপংকর তালুকদার(এমপি) বলেছেন এতিম ও অসহায়দের যারা সাহায্য সহযোগিতা করেন তাদের সৃষ্টিকর্তা সহায়তা করেন। এতিমখানা একদিকে যেমনি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান অন্যদিকে এতিমদের একটি আশ্রয়স্থল। এতিমখানায় কুরআন শিক্ষায় শিক্ষিত হয়ে অনেকে হাফেজ ও আলেম হিসেবে প্রতিষ্ঠিত হয়ে দেশের মঙ্গল জনক কাজে এগিয়ে আসবেন। তিনি এতিমদের সাহায্য সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান।(৩ জুন)শুক্রবার বেলা সাড়ে ১১ টা রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন ৩নং চিৎমরম ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বগার চর হেফজ খানা ও এতিম খানা ‘র শুভ উদ্ধোধন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে এম বরকত উল্লাহ সেসময় তিনি বলেন,ভবিষ্যত প্রজন্মকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করার জন্য এ ধরনের প্রতিষ্টানের বিকল্প নেই । তিনি আরোও জানান, দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় আল্লাহর নিকট শুকরিয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রীর, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক বিশেষ সহকারী মোঃ মমতাজ হোসেন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী, সাবেক জেলা পরিষদের সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মুফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসীর জাহান, কাপ্তাই উপজেলা আঃলীগ সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল,চিৎমরম চেয়ারম্যান ওয়েশ্লিমং মারমা, কাপ্তাই ইউনিয়ন চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা থানা ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, চিৎমরম ৩২৩ নং মৌজা হেডম্যান ক্যউশিমং মারমা, মুহাম্মদ শহীদুল ইসলাম ।