পাবনায় বিভিন্ন রোগে আক্রান্ত ১৫১ জন রোগী পেল ৭৫ লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক সয়হতা

0

পাবনা প্রতিনিধি : পাবনায় ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস,স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৫১ জন রোগিদের এককালীন ৭৫ লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়,পাবনা আয়োজিত অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দদের সমন্বয়ে এসকল চেক প্রদান করা হয়। চেক প্রদান অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়,পাবনার উপ-পরিচালক রাশেদুল কবীর’র সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক কবীর মাহমুদ,সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল,জেলা সমাজসেবা কার্যালয়,পাবনার উপ-পরিচালক রাশেদুল কবীর,জাতীয় সমাজকল্যাণ পরিষদের সম্মানিত সদস্য বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতীন খান প্রমুখ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু’র স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভাবে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা অভাবনীয়। দেশের মানুষকে যেভাবে সেবা দিয়ে যাচ্ছে ,মানুষের কল্যাণে যেভাবে নিজেকে নিবেদিত করেছে। এটা অন্য কোন সরকার দ্বারা সম্ভব হত কি না বলা বাহুল্ল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়,পাবনার সহকারি পরিচালক সানাউল ইসলাম,শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার হাফিজ আহমেদ,সমাজসেবা অফিসার(রেজিষ্টার) সারমিন জাহান,প্রশাসনিক কর্মকর্তা আসাদুজ্জামানসহ অন্যান্য ব্যক্তিবর্গ। জেলা সমাজসেবা কার্যালয়,পাবনার উপ-পরিচালক রাশেদুল কবীর জানান,ক্যান্সার ৫১ জন, কিডনী ১৬ জন, লিভার সিরোসিস ৪ জন, স্ট্রোকে প্যারালাইজড ১৯ জন,জন্মগত হৃদরোগ ৯ জন ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৫২ জন সহ মোট ১৫১ জনকে ৫০ হাজার করে ৭৫ লক্ষ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.