বান্দরবান জেলায় নারীদের আর্থসামাজিক উন্নয়নে কৃষক সমবায় সমিতির মাঝে বিভিন্ন কৃষি ও অন্যান্য সামগ্রী বিতরণ

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবান জেলায় নারীদের আর্থসামাজিক উন্নয়নে কৃষক সমবায় সমিতির মাঝে বিভিন্ন কৃষি ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

আজ ১৯ জুন রবিবার সকালে বান্দরবান জেলা পরিষদ হল মিলনায়তনে পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবান জেলায় নারীদের আর্থসামাজিক উন্নয়নে ও জেলায় কৃষক সমবায় সমিতির মাঝে ফলজ চারা ,স্প্রে মেশিন ,গরু ও পাওয়ার টিলার বিতরণ করা হয় ।

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং । এই সময় অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অনেকে।

অনুষ্ঠানে অতিথিরা মোট ১০০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ৪২ লক্ষ ৩১ হাজার টাকার বিভিন্ন সামগ্রী বিতরণ করেন। অতিথিরা বলেন, পার্বত্য জেলার উন্নয়নে বান্দরবানের সকল সংস্থা বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছে । ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে সেজন্য অতিথিরা সকলকে পাশে থাকার আহ্বান জানান।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.