পাবনায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমান আদালত জরিমানা করল ১ লাখ টাকা

0

পাবনা প্রতিনিধি : পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের মুজিববর্ষ ঘর এলাকায় পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে আরিফ ইকবাল (৩৫) নামের এক বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার হাবীব সোমবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন।অর্থদন্ডপ্রাপ্ত আরিফ ইকবাল কুষ্টিয়ার মিরপুর উপরজেলার শাহেদ নগরের তোফাজ্জল হোসেনের ছেলে।

পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কাওছার হাবীব বলেন, গোপন সংবাদে তারা জানতে পারেন কুষ্টিয়া জেলা থেকে কিছু বালুদস্যু পাবনা সীমানায় এসে হেমায়েতপুর পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। এ খবরের ভিত্তিত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আরিফকে এক লাখ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় তার অন্য সহযোগীার পালিয়ে যায়। অভিযানে ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা রফিকুল ইসলাম ও সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট কাওছার হাবীব।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.