পাবনার সাঁথিয়ায় করমজা ইউপি নির্বাচনে নৌকার প্রার্থীর বিজয়

0

পাবনা প্রতিনিধি : পাবনার সাঁথিয়া উপজেলার ৫ নং করমজা ইউনিয়ন পরিষদ নির্বাচন গতকাল বুধবার বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী করমজা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগছী (নৌকা) ৪ হাজার ৭২৮ ভোটের ব্যবধানে বে-সরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী বাগছী কালের কণ্ঠকে বলেন, জনগন আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই, সব সময় জনগনের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকতে চাই।

তিনি মোট ১২ হাজার ৪২১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী রইজ উদ্দিন সরদার (ঘোড়া) পেয়েছেন ৭ হাজার ৬৯৩ ভোট। নির্বাচনে মোট চার জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সাঁথিয়ায় এই প্রথম ইভিএম এর মাধ্যমে ভোট অনুষ্ঠিত হলো।

সকাল ৮ থেকে বিরতিহীনভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এছাড়া সাধারণ সদস্য (মেম্বার) পদে ৪২ জন পুরুষ ও সংরক্ষিত নারী সদস্য পদে ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। করমজা ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৯ হাজার ৬২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটর ১৫ হাজার ৩৭৭ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৪৯ জন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.