১১২ বছর পর পাকশী বিভাগীয় রেলওয়ের স্বাগতম গেটের ফলক উন্মোচন
নিজস্ব প্রতিনিধি : পাবনা (ঈশ্বরদী): প্রমত্তা পদ্মা নদীর কোঁলঘেষে শতবছরের বেশি সময় আগে সেই বৃটিশ আমলে ঈশ্বরদী শহর থেকে সাত কিলোমিটার দূরে গড়ে উঠে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় সদর দফতর। কিন্তুু ছিল না কোন স্বাগতম গেট। মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছরে আধুনিক শোভাবর্ধন স্বাগতম গেটে সর্বসাকুল্য ব্যায় ধরা হয়েছে ১৮ লাখ টাকা।
২০ ফুট লম্বা উচ্চতা ২৪ ফুটের প্রসস্থের পাকশী বিভাগীয় রেলওয়ে উদ্দ্যোগে আঞ্চলিক সড়কের পাশে ১১২ বছর পর দৃষ্টিনন্দন স্বাগতম গেটের চলমান কাজের ফলক উন্মোচন করেছেন রেলওয়ের পাকশী প্রকৌশল বিভাগ। গত শনিবার (৬ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় ঈশ্বরদী উপজেলার পাকশী বিভাগীয় সদর দফতরে প্রবেশ মুখে ঈশ্বরদী ইপিজেড সংলগ্ন (কুষ্টিয়া-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়ক পাশ্বে) দৃষ্টিনন্দন স্বাগতম গেটের চলমান কাজের ফলক উন্মোচন করা হয়।
এসময় শাস্তির প্রতীক পায়রা উড়িয়ে ফলক উন্মোচন করেন,পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম।
অনুষ্ঠানে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় পরিবহণ কর্মকর্তা, আনোয়ার হোসেন,পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, নাসির উদ্দিন, পাকশী বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা রিফাত শাকিল, পাকশী বিভাগীয় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট আবু হেনা শাহ আলম, পাকশী বিভাগীয় রেলওয়ের সহকারী প্রকৌশলী শিপন আলী, পাকশী বিভাগীয় রেলওয়ের ঊদ্ধতন উপ-সহকারী প্রকৌশলী আবু তৌহিদ সুমন, পাকশী বিভাগীয় রেলওয়ের ঊদ্ধতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) বি এম বাকিয়াতউল্লাহ, আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনের স্টেশন মাষ্টার জিয়াউদ্দিন জিয়া প্রমুখ।
পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-১ আব্দুর রহিম বাংলানিউজকে জানান, পাকশী অপরূপ সৌন্দর্যের লীলাভূমি। এই পাকশীতে বিভাগীয় সদর দফতরের কারণে এখানকার বেশ পরিচিত রয়েছে। বৃটিশ আমলে পাকশীতে হার্ডিঞ্জ রেল ব্রিজ তৈরীর আগেই বিভাগীয় সদর দফতর গড়ে উঠেছিল। পাকশীতে রয়েছে লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। প্রতিদিনই পাকশীর অপরূপ সৌন্দর্য দেখার জন্য দর্শনার্থীরা আসেন ঘুরতে।অথচো রেলওয়ের বিভাগীয় শহরের রেলওয়ের স্বাগতম গেট ছিল না।
বর্তমান রেলবান্ধব সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রেলওয়েতে দৃশ্যমান উন্নয়ন করছে। পদ্মা নদীর পাশে পাকশীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় পাকশী রেলওয়ে প্রকৌশলী বিভাগের অর্থায়নে ঈশ্বরদী-কুষ্টিয়া সড়কের পাশে ২০ ফুট লম্বা উচ্চতা ২৪ ফুট প্রসস্থের দৃষ্টিনন্দন স্বাগতম গেটের ফলক উন্মোচন করা হয়েছে। ১৮ লাখ টাকা ব্যায়ে আর কয়েকদিনের মধ্যে দৃষ্টিনন্দন আধুনিক শোভাবর্ধন স্বাগতম গেটের চলমান কাজটি শেষ হবে।