পাবনার বিভিন্ন মন্দিরে হিন্দু মহাজোট’র প্রণামী প্রদান

0

নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার বিভিন্ন মন্দিরে প্রণামী প্রদান করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখা।

রবিবার (২ অক্টোবর) মহাসপ্তমীর দিন রাতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক আশীষ বসাকের নেতৃত্বে এবং যুগ্ম সদস্য সচিব সৌহার্দ্য বসাক সুমনের পরিচালনায় মন্দিরগুলোতে উপস্থিত হয়ে নিজস্ব অর্থায়নে প্রণামী প্রদান এবং মন্দির পরিচালনা কমিটির সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এ্যাড. মলয় দাস রায়, যুগ্ম সদস্য সচিব তাপস দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক শুভ বসাক, যুগ্ম আহ্বায়ক উত্তম দাস, যুগ্ম আহ্বায়ক সুশান্ত ঘোষ, সদস্য সচিব প্রসাদ দাস, যুগ্ম সদস্য সচিব সুব্রত ঘোষ অনিক, কার্যকরী সদস্য সঞ্জয় সাহা, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কৃষাণ সূত্রধর আকাশ, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট পাবনা জেলা শাখার আহ্বায়ক শুভ মজুমদার, যুগ্ম আহ্বায়ক অনুপ কুমার সাহা তনু, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) জীবন কুমার সরকার, সদর উপজেলা শাখার সদস্য সচিব সৌমিত্র অধিকারী প্রলয় প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার পক্ষ থেকে ইতোমধ্যে ২৩৩ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম পাবনার বিভিন্ন মন্দিরের সার্বিক নিরাপত্তার স্বার্থে কাজ করছে। পুরো টিম কে মনিটরিং এবং মন্দির ভিত্তিক যে কোনো সমস্যা সমাধানের জন্য সার্বক্ষণিক তদারকি করছে তাদের ২১ সদস্য বিশিষ্ট সার্বিক মনিটরিং টিম। পাবনায় এবারের দুর্গাপূজা নির্বিঘ্নে পালন করার স্বার্থে দিন রাত ২৪ ঘন্টা মাঠে থাকবে তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.