ঈশ্বরদী কলেজ ছাত্রলীগ নেতাসহ তিনজনের নামে চাঁদা দাবি ও মারপিটের মামলা 

0
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদী ইপিজেডে ‘নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের” ম্যানেজার (এইচ আর এ্যান্ড এডমিন অফিসার) মমিনুল ইসলামকে মারপিট ও তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করায় ছাত্রলীগ নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযোগকারী মমিনুল ইসলাম বাদী হয়ে সোমবার (২ নভেম্বর) রাতে ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন।  তার বাড়ি ঈশ্বরদী স্কুলপাড়ায়। তিনি ওই এলাকার মৃত সাখাওয়াত মল্লিকের ছেলে। মামলার আসামীরা হলেন; পৌর এলাকার শেরশাহ রোড কাঠালতলা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সজিব হোসেন (২২), আলোবাগ মোড়ের মো: মিন্টুর ছেলে নাঈম হোসেন (২০) ও চরমিরকামারী শাকরেগাড়ি এলাকার শহিদুল ইসলাম সরদারের ছেলে সাব্বির হোসেন (২৫)। সাব্বির হোসেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। অন্যরা কর্মি।
এজাহারে উল্লেখ করা হয়, গত ৯ অক্টোবর রাত ৮টায় সজিব মুঠোফোন ফোনে নাকানো ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের এডমিন অফিসার মমিনুল ইসলামকে এস এম স্কুল এ্যান্ড কলেজের গেটের সামনে আসতে বলেন। মমিনুল ইসলাম সেখানে এলে নাকানো  কোম্পানিতে ‘কারা ব্যবসা করেন’ – এই মর্মে তাদের নাম, ঠিকানা ও তালিকা দেখতে চান সজিব হোসেন, নাঈম হোসেন  ও সাব্বির হোসেন। এ তথ্য দিতে অস্বীকৃতি জানালে কথাকাটির এক পর্যায়ে মমিমুলকে বেদম মারপিট ও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। ঘটনার পরপরই তিনি বিষয়টি মৌখিকভাবে থানায় জানান। তার অসুস্থতা ও  নাকানো কোম্পানির উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার পর তিনি সোমবার রাতে মামলাটি দায়ের করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সেখ মো: নাসীর উদ্দীন মামলা গ্রহণের বিষয়টি স্বীকার করেছেন। ঘটনা সম্পর্কে ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি বলেন, ছাত্রলীগ একটি আদর্শিক দল। এ দলে কারো সংগঠন বিরোধী কাজ করার সুযোগ নেই। তবে তিনি এই  বিষয়টি সম্পর্কে অবগত নন। ঘটনা তদন্ত করে সাংগঠনিক ভাবে বিষয়টি দেখা হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.