পাবনায় প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

0

নিজস্ব প্রতিনিধি : প্রতীক মহিলা ও শিশুসংস্থা’রআয়োজনে এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও কমনওয়েল্থ ফাউন্ডেশন এর সহযোগিতায় মুজিবশতবর্ষ উপলক্ষে“ প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব ইউনিয়ন পরিষদ গঠনে নাগরিক সংলাপ” পাবনা সদর উপজেলার হিমাইতপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়। নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিমাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন মালিথা। শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হিমাইতপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার মো: নুরুল্ ইসলাম। নাগরিক সংলাপে হিমাইতপুর ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে থেকে দাবি তুলে ধরেন মোছা: মারুফা খাতুন, মোছা: তামান্না খাতুন, আলেয়া খাতুন, আ: কাদের, মো: লতিফুর রহমান, মো: সুজন আলী, মোছা: তন্নী মো: সমাজ আলী প্রমূখ। প্রধান অতিথি তাদের সকল দাবি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি প্রদান করে বলেন মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত এই নাগরিক সংলাপ অত্যান্ত সময় উপযোগী। আমি ভূমিহীন প্রতিবন্ধী ব্যক্তিদের ২ শতাংশ জমির উপর ঘর করে দিব। আপনার আমার নিকট আবেদন করুন। পাবনা জেলা স্কুলের ৪র্থ শ্রেণীর ছাত্র মো: সুজন আলীকে লেখা পড়ার জন্য দশ হাজার টাকা প্রদানের ঘোষণা দেন। হুইল চেয়ার, ঘর তৈরীর জন্য টিন, ভিজিডি কার্ড, ভিজিএফ কার্ড সহ সরকারি সকল সুবিধা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রদানের আশ্বাস প্রদান করেন।

নাগরিক সংলাপে অতিথিদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন হিমাইতপুর ইউনিয়ন পরিষদের সচিব মো: মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মো: মুক্তার হোসেন, প্রকাশ মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো: গোলাম মোস্তফাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। হিমাইতপুর প্রতিবন্ধী ব্যক্তিদের স্ব-সহায়ক দলের সভাপতি সায়মা ইসলাম কথামূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে হিমাইতপুর ইউনিয়নের প্রতিবন্ধী জন গোষ্ঠির পক্ষ থেকে কিছু দাবি সমূহ তুলে ধরেন -ইউনিয়ন পরিষদের ১৩টি স্ট্যান্ডিং কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা; উন্মুক্ত ওয়ার্ড সভা ও উন্মুক্ত বাজেট সভায় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশ গ্রহণ নিশ্চিত করে তাদের মতামত প্রদানের সুযোগ তৈরি করা; ইউনিয়ন পরিষদের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ করা; ইউনিয়ন পরিষদের শিক্ষা তহবিল থেকে দরিদ্র প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ প্রদান; অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা প্রদানের জন্য নির্বাচনের ক্ষেত্রে চরমমাত্রার প্রতিবন্ধী ব্যক্তি যারা নির্ধারিত স্থানে আসতে পারেনা তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা;ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য সেবা(ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, কমিউনিটি ক্লিনিক)অগ্রাধিকার ভিত্তিতে প্রদান

করা;প্রতিবন্ধী ব্যক্তিদের দারিদ্রতার সনদ/অসচ্ছল প্রত্যয়ন প্রদান করে বিভিন্ন সেবা প্রাপ্তি সহজতর করা;প্রতিবন্ধী ব্যক্তিদের ভূমিহীন সনদ প্রদান করে সরকারি খাস জমিপ্রাপ্তিতে সহায়তা করা;ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে প্রাপ্তবিভিন্ন তথ্য মেম্বারদের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের নিকট পৌঁছানো;বয়স্ক প্রতিবন্ধী ব্যক্তিদের বয়স্ক ভাতা প্রদানের জন্য সুপারিশ করা;ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি আলাদা সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা যাতে প্রতিবন্ধী ব্যক্তিরা উৎসাহিত হয় এবং তাদের ক্রীড়া নৈপুণ্য দেখাবার সুযোগ পায়; ইউনিয়ন পরিষদের নিজস্ব সম্পত্তি (হাট, বাজার) ব্যবহারের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের সর্বাধিক সুযোগ প্রদান করা; একটি বাড়ী এক টি খামার, পল্লী উন্নয়ন দল, আত্ম-কর্মসংস্থানের জন্য গঠিত দলসহ বিভিন্ন উন্নয়নমূলক দল গঠনে প্রতিবন্ধী ব্যক্তিদের অর্ন্তভুক্ত করা; গ্রামাঞ্চলে সরকারের বিভিন্ন অধিদপ্তরের ক্ষুদ্র স্কীম বাস্তবায়নে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে অগ্রাধিকার প্রদান করা; যেসব প্রতিবন্ধী ব্যক্তি সরকারি কোনোভাতার অন্তর্ভুক্ত নয়, তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভিজিডি/ভিজিএফকার্ড প্রদান করা এবং এ ধরনের কর্মসূচিতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি বাধ্যতা মূলক করা;বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের কার্যালয়ে ঢালু সিঁড়ি সঠিক মাপে করা এবং অন্তুত একটি টয়লেট প্রতিবন্ধী বান্ধব করার জন্য পরামর্শ প্রদান করা। আয়োজক সংস্থার নির্বাহী পরিচালক এসএম সাইফুর রহমান এর সঞ্চালনায় নাগরিক সংলাপে হিমাইতপুর ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তি, তাদের অভিভাবক, সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা-নেতৃ, স্থানীয়বিশিষ্ট ব্যক্তিসহ আপামর জন সাধারণ অংশ গ্রহণ করেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.