গাংনীতে পিচ ফ্যাসিলিলেটর গ্রুপ ( পিএফজি) এর সভা অনুষ্ঠিত

0

তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর: বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য, কৃষি ও করোনাকালিন সময়ে স্কুল থেকে নারী শিক্ষার্থীদের ঝোরে পড়া রোধ কল্পে পিচ ফ্যাসিলিলেটর গ্রুপ ( পিএফজি) সদস্যদের সমাজে কাজ করতে হবে। এজন্য সমাজের সমস্যাসমূহ চিন্হিত করে সমাধানের পথ বের করতে হবে।

পিচ ফ্যাসিলিলেটর গ্রুপ ( পিএফজি) উপজেলা কমিটির ফলোআপ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
পিচ ফ্যাসিলিলেটর গ্রুপ ( পিএফজি) উপজেলা কমিটির সমন্বয়কারী অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফলোআপ সভায় বক্তব্য রাখেন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী উপজেলা সমন্বয়কারী হেলাল উদ্দিন, পিচ ফ্যাসিলিলেটর গ্রুপ ( পিএফজি) উপজেলা কমিটির এ্যাম্বাসেডর ও সাবেক উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান লাইলা আরজুমান বানু, পুরুষ পিচ এ্যাম্বাসেডর ও রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, যুগ্ম সমন্বয়কারী আজিজুল হক রানু, সদস্য আব্দুল লতিফ, দিলরুবা ইয়াসমিন, কমরেড আবুল হাসেম, জুলফিকার আলী কানন, তৌহিদ উদ দৌলা রেজা, আফরোজা আক্তার বানু, যুথিকা বিশ্বাস, ইজাজুল হক প্রমুখ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.