নেত্রকোণায় বেতন বৈষম্য নিরসনের দাবীতে স্বাস্থ্য সহকারিদের কর্মবিরতি

0

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণায় বেতন বৈষম্য নিরসন ও গ্রেড উন্নতীকরনের দাবীতে অনির্দিষ্ট কালীন কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। শনিবার (২৮ নভেম্বর) সকালে বাংলাদেশ হেলথ্ অ্যাসিসটেন্ট এ্যসোসিয়য়েশন নেত্রকোণার জেলা শাখার আয়োজনে শহরের নেত্রকোণা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করেন পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সহকারীরা। কর্মবিরতিতে বাংলাদেশ হেলথ্ অ্যাসিসটেন্ট এ্যসোসিয়য়েশন নেত্রকোণা জেলা শাখার আহবায়ক অসীম কুমার চক্রবর্তী, যুগ্ন আহব্বায়ক, দিদার আহমেদ, সদস্য সচিব আব্দুল হাই, মুনসুরুল হক পাভেলা বক্তৃতা করেন। এ সময় বক্তারা বলেন, চাকরীর প্রারম্ভিককাল থেকে আমরা অবহেলিত, অথচ টিকাদান কর্মসুচীতে বাংলাদেশ আজ বিশ্বের কাছে রোল মডেল। তাই অবিলম্বে নিয়োগবিধি সংশোধন করে স্বাস্থ্য সহকারী-১৩ তম গ্রেড, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ তম গ্রেড ও স্বাস্থ্য পরিদর্শককে-১১ তম গ্রেড প্রদান করে বেতন বৈষম্য নিরসনের জোর দাবী জানান তারা।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.