১২ ফুট দৈর্ঘ্যের অজগর সাপ, কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত

0

মাহফুজ আলম কাপ্তাই(রাঙ্গামাটি) থেকে : কাপ্তাই উপজেলার রেশম বাগান এলাকা থেকে বন বিভাগ উদ্যোগের ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ রবিবার (২৯ নভেম্বর) উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ নির্দেশে কাপ্তাই জাতীয় উদ্যানের রাম পাহাড় বিটে সাপটি অবমুক্ত করা হয়।

অবমুক্ত কালিন সময়ে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের এসিএফ মোস্তাফিজুর রহমান, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এস এম মাহাবুব উল আলম, কর্নফুলি রেন্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেসময় কাপ্তাই রেন্জ এস এম মাহাবুব উল আলম বলেন,গত শনিবার সন্ধ্যায় স্থানীয় জনগণ সহযোগিতা মাধ্যমে কাপ্তাই রেশম বাগান এলাকা থেকে এই অজগর সাপটি দেখে বন বিভাগকে খবর দিলে পরে স্থানীয়দের সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে ধরে নিয়ে আসেন এর পরে বন বিভাগে সাথে স্থানীয় জনগন সহ সাপটিকে জাতীয় উদ্যানে রাম পাহারে অবমুক্ত করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.