পাবনায় অসহায়, পঙ্গু ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

0

পাবনা প্রতিনিধি  : আমেরিকা প্রবাসী সুফিয়া খান ও তার পুত্রবধু ফাতেমা খানের অর্থায়নে পাবনার সুজানগর উপজেলার চরদুলাই বজলুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে অসহায়, পঙ্গু ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও হুইল চেয়ার বিতরণ করা হয়। স্থানীয় নজরুল ইসলাম চুন্নুর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র ও হুইল চেয়ার তুলে দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আহমেদ ফিরোজ কবির বলেন, সমাজের বিত্তবান মানুষগুলো নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে সহায়তা ও মহৎ উদ্যোগ গ্রহনে হাত প্রশারিত করা এটা আমাদের নৈতিক দায়িত্ববোধের মধ্যেই পড়ে। তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমাজের বিত্তবানরা প্রকাশ্যে বা পেছনে থেকে হলেও সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়াবেন।

করোনাকালীন এই সময়ে সাধারন মানুষের মধ্যে সচেতনতামূলক পরামর্শ প্রদানসহ মাস্ক বিতরণ করেন। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন গোলাম রসুল মাস্টার, শেখ আব্দুর রশিদ, রেজাউল করিম বাচ্চু মোল্লা, আব্দুল গফুর মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোক্তার আলম মাস্টার, আমজাদ হোসেন মাস্টার প্রমুখ। অনুষ্ঠানে অসহায়, পঙ্গু ও শীতার্ত ১৪০ জনের মধ্যে শীতবস্ত্র ও ২২ জনকে হুইল চেয়ার প্রদান করা হয়।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.