জলাতঙ্ক রোগ রোধে কাপ্তাই উপজেলায় অবহিতকরন সভা 

0

মাহফুজ আলম, কাপ্তাই থেকে : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলাতে জলাতঙ্ক নির্মূলে জাতীয় জলাতঙ্ক  কর্মসূচীর আওতায় ব্যাপক হারে কুকুরের দেহে টিকাদান ( এম ডিভি) কার্যক্রম বিষয়ে দিন ব্যাপী অবহিতকরন সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টায় কাপ্তাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল মিলনায়তন কক্ষে  অনুষ্টিত অবহিতকরন সভায় সভাপতিত্বে করেন রাজস্থলী উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী । স্বাস্থ্য অধিদপ্তরের জুনোটিক ভিজিক কন্ট্রোল প্রোগ্রাম রোগ নিয়ন্ত্রন শাখা ( সিডিসি) এ অবহিতকরন সভার আয়োজন  করেন। সভায়  আগামী  ২০২২ সালের মধ্যে বাংলাদেশ থেকে মরনব্যাধি জলাতঙ্ক নির্মূলে জাতীয় জলাতঙ্ক কর্মসুচীর বাস্তবায়নে ব্যাপক হারে কুকুরের দেহে টিকাদান ( এমডি ভি) কার্যক্রম বিষয়ে সভায় উপস্থাপন করেন,রাসেল খান ( এম ডি ভি) সুপারভাইজার, রোগ নিয়ন্ত্রন শাখা স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ঢাকা, রাবাইতে রহমান রাবী সুপারভাইজার রোগ নিয়ন্ত্রন শাখা ঢাকা,উক্ত সভায় অতিথিদের মধ্যে আলোচনায় বক্তব্য রাখেন,             কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান,কাপ্তাই থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দীন প্রমুখ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.