মেহেরপুরের মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ শতভাগ ধূমপানমুক্ত ঘোষনা

0

তৌহিদ উদ দৌলা রেজা : মেহেরপুরের মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজ শতভাগ ধূমপানমুক্ত ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় এইড ফাউন্ডেশন ও বাংলাদেশ তামাক বিরোধী জোটভুক্ত সংগঠন আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থা’র যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটিকে শতভাগ ধূমপানমুক্ত ঘোষনা করেন সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা।

সকল শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাক জাত দ্রব্য বিক্রয়, ব্যবহার ও প্রচারণা নিষিদ্ধ’ প্রচারণার অংশ হিসেবে শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয় অংশ গ্রহণে রোড পেইন্টিং ও বোর্ড স্থাপন করা হয়। রোড পেইন্টিং কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আমান উদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি ঘোষনা করেন এই প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোন তামাকজাত দ্রব্যর দোকান থাকবেনা, এই ঘোষনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উক্ত কর্মসূচীতে কলেজের অধ্যক্ষ শাহীউদ্দীন, প্রভাষক জাহিদুল আলম হিটু, রফিকুল আলম বকুল, আশরাফুল হক, স্থানীয় বাটা প্রতিনিধি আশ্রয় সমাজ উন্নয়ন সংস্থা’র পরিচালক এমএ হাসান সুমন, সাংবাদিক সিরাজুদ্দোজা পাভেল, এইড ফাউন্ডেশনের প্রকল্প কর্মকর্তা তৌহিদ উদ দৌলা রেজাসহ কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.