মোংলায় পৌর নির্বাচনে দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে ১৩ নেতা কর্মিকে বহিষ্কার

0

ম.ম.রবি ডাকুয়া, বাগেরহাট জেলা প্রতিনিধি : দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে বাগেরহাটের বন্দরনগরী মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে দলের শীর্ষ নেতাদের নির্দেশনা অমান্য করে নির্বাচনে অংশ নেওয়া ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৩ কর্মীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।এদের সঙ্গে দলীয় কোন সম্পর্ক নেই বলে দলের এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরে বাগেরহাটের মোংলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন ও পৌর মহিলা লীগের সভানেত্রী কামরুন্নাহার হাইয়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, বুধবার সন্ধায় মোংলা দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় খুলনা সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেক নেতাকর্মীদের নিয়ে এ সিদ্ধান্ত নেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস।

বহিষ্কৃতরা হচ্ছেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মামুন হাওলাদার বাচ্চু, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল সিকদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, ৩নং ওয়ার্ড যুবলীগের সহসাধারণ সম্পাদক এমরান হওলাদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. মাসুম বিল্লাহ, ৫নং ওয়ার্ড সাবেক পৌর আওয়ামী সদস্য মো. মনিরুজ্জামান জামাল, ৬নং ওয়ার্ডের-উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ফিরোজ শাহ, ৭নং ওয়ার্ড যুবলীগের সহসভাপতি ওবায়দুল হাওলাদার। এ ছাড়া সংরক্ষিত মহিলা ১, ২, ৩ নং-ওয়ার্ড প্রার্থী ২নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য পারভীন আক্তার, ৪, ৫, ৬নং এর প্রার্থী ৬নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সদস্য শিরিন বেগম, একই ওয়ার্ডের আওয়ামী সদস্য ৪, ৫, ৬নং প্রার্থী কোহিনুর বেগম ও ৭, ৮, ৯নং ওয়ার্ড পৌর যুব মহিলা লীগের সভাপতি সুমী লীলাকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয় জানতে চাইলে পৌর আওয়ামী লীগের সভাপতির বরাত দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন বলেন, আমরা একক কাউন্সিলর প্রার্থী দিতে পারিনি। তাই দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে পৌর আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ থেকে ১৩ জনকে বহিষ্কার করা হয়েছে। আজ থেকে তাদের দলীয় সদস্যপদ ও সব দলীয় পদ থেকে বহিষ্কার করাসহ সব রাজনৈতিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করা হলো।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.