মুজিববর্ষ উপলক্ষ্যে নকলায় গড়ে উঠেছে মুজিব পল্লী

0

ইউসুফ আলী মন্ডল,নকলা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাংলাদেশে কেউ গৃহহীন থাকবে না। তাই নকলা উপজেলার নির্বাহী অফিসার জাহিদুর রহমান, এলাকার সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, ৫নং বানেশ্বরদী ইউপি চেয়ারম্যান আলহাজ মাজহারুল আনোয়ার মহব্বত সরকারী দেড় একর জমি পোলাদেশী মৌজা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সেখানে গড়ে তুলছেন মুজিব পল্লী। একসাথে ২৫টি পাঁকা দালানের ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা। অসহায়, দরিদ্র, ভূমিহীন পরিবারগুলো এখানে আশ্রয় নিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারবে। সরকারের উন্নয়নের অংশ হিসেবে বানেশ্বরদী ইউনিয়নের পোলাদেশী মৌজায় জনপ্রিয়তা ও সরকারী উন্নয়নের ভূয়ুসী প্রশংসা করেছেন এলাকাবাসী। সাক্ষাতে চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এখনো ঘরগুলোর নাম দিলেও মুজিব পল্লী হিসেবে নাম রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.