পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র ৭, কাউন্সিলর ৭০ ও সংরক্ষিত ১৭ জনের মনোনয়নপত্র দাখিল

0

পাবনা প্রতিনিধি : পাবনা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীর বাইরেও ২ জন বিদ্রোহী প্রার্থীসহ ৭ জন মেয়র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের শেষ সময়ে প্রার্থীরা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও পৌরসভার ১৫ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৭ জন প্রার্থী পর্যায়ক্রমে তাদের মনোনয়নপত্রও জমা দেন।

মেয়র পদের প্রার্থীরা হচ্ছেন; আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, জেলা যুবলীগের আহবায়ক আলী মর্তুজা বিশ্বাস সনি, বিএনপির মনোনীত প্রার্থী, সদ্য বিলুপ্ত জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য নুর মোহাম্মদ মাসুম বগা, জাতীয় পার্টির প্রার্থী মাহমুদুল আলম চৌধুরী রাজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারী রকিব উদ্দিন, জেলা যুবলীগের সর্বশেষ বিলুপ্ত কমিটির সভাপতি শরীফ উদ্দিন প্রধান ও সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু।

জানা যায়, ২০১৫ সালের পাবনা পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেয়র পদে নির্বাচন করে বিএনপির বিদ্রোহী প্রার্থী কামরুল হাসান মিন্টুর নিকট পরাজিত হন জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হাসান টিপু। জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান পাবনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, আগামি ৩০ জানুয়ারি এই পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ৩ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও ৯ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য্য রয়েছে। মাহবুবুর রহমান জানান, প্রার্থীরা স্বতঃর্স্ফূতভাবে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আশা করছি শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.