কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযান ৮ টি মামলা সহ ৪ হাজার ৮শ’ টাকা জরিমানা 

0

মাহফুজ আলম, কাপ্তাই :  জনসেবায় প্রশাসন,জনস্বার্থে কাপ্তাইয়ের বিভিন্ন হাট বাজারে মোবাইল কোর্ট পরিচালনা অভ্যাহত থাকায় ব্যাবসা প্রতিষ্ঠান সমুহে সচ্ছতা ফিরে আসছে, এ প্রদক্ষেপকে সাধারণ মানুষ ভালো মনে করছেন।    কাপ্তাই উপজেলার নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮টি মামলা দায়ের এবং ৪ হাজার ৮শ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৪টি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৪টিসহ মোট ৮টি মামলায় ৪৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।মঙ্গলবার (১২ জানুয়ারি) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী হাকিম মুনতাসির জাহান উপস্থিত থেকে জনস্বার্থে মোবাইল কোর্ট  পরিচালনা করেন। এসময় পাট অধিদপ্তর চট্টগ্রাম রেঞ্জের সহকারি পরিচালক ওমর ফারুক তালুকদার ও স্হানীয় গন্যমান্য ব্যাক্তিসহ সংশ্লিষ্টরা  উপস্থিত ছিলেন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.