নীলফামারীতে সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী

0

সত্যেন্দ্র নাথ রায় , নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর পলাশবাড়ী ইউনিয়নের তরনীবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২০-২০২১অর্থ বছরের কৃষি প্রণোদনার কর্মসূচীর আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপনের মাধ্যমে সমলয় চাষাবাদের শুভ উদ্বোধন করা হয়েছে ।

২৫ শে জানুয়ারী সোমবার উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার বিপিএম, পিপিএম মোখলেছুর রহমান , বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন , , পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ,উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোঃ শাহিদ মাহমুদ , কৃষি বিভাগের উপপরিচালক ওবায়দুর রহমান মন্ডল , অতিরিক্ত উপপরিচালক মাজেদুল ইসলাম ও হুমায়ারা মন্ডল , উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান ও সমলয় চাষাবাদ কার্যক্রমের প্রধান তত্ত্বাবধানকারী উপসহকারী কৃষি অফিসার পার্থ প্রতীম রায় প্রমূখ।

 

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.