মদনে সরকারি খালে অবৈধভাবে মাটি ভরাট

0

মোশাররফ হোসেন মদন, নেত্রকণা থেকে : নেত্রকোণা জেলা মদন উপজেলায় গোবিন্দ্রশ্রী ইউনিয়নে গোবিন্দ্রশ্রী বাজারের দক্ষিণপাশে বৈশাখী খাল নামে পরিচিত খালটি অবৈধভাবে মাটি ভরাটের অভিযোগ পাওয়া যায়। সরজমিনে ৩০শে জানুয়ারী শনিবার, গিয়ে দেখা যায় গোবিন্দ্রশ্রী মৌজায় খতিয়ান নং ১ শ্রেণী খাল নামে পরিচিত এবং এই খালের উপর সরকারি অনুদানে ২টি ব্রীজ নির্মাণ করা রয়েছে। জানা যায় একই গ্রামের মৃত বিদ্যা মিয়ার ছেলে শাহজাহান (৫৫ ) বিগত ২০০৬ সালে সরকার হতে বন্দোবস্ত নেন। খালটি ভরাট করার জন্য রাতারাতি করে অবৈধভাবে লরি গাড়ি দিয়ে মাটি ফেলা হয়। এতে এলাকার সাধারণ জনগণ ক্ষতিগ্রস্থ হবে ও বর্ষাকালে নৌকা চলাচল করতে পারবেনা। ঐ খালের পানি দিয়েই কৃষকরা কৃষি জমিতে সেচ দেয়।
এ বিষয়ে শাহজাহানের নিকট জানতে চাইলে তিনি জানান আমি সরকারের নিকট হতে বন্দোবস্থ এনেছি। এটি খাল নয় এর শ্রেণী কান্দা নামে পরিচিত। আমার নামে আদালত হতে ডিগ্রী আছে তাই আমি আমার জাগার মধ্যে মাটি ভরাট করছি। উপজেলা নির্বাহী অফিসার বুলবুল আহমেদ এর সাথে মুটোফোনে যোগাযোগ করলে তিনি এ প্রতিনিধিকে জানান অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিক ব্যবস্থা নিয়ে সরকারি খালে মাটি ভরাট বন্ধ করে দিয়েছি। এর পরেও যদি কেউ মাটি ভরাট করার পায়তারা করে মোবাইল কোর্টের মাধ্যমে জেল জরিমানা করা হবে।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.