একটি হুইল চেয়ারের আশায় দিন গুনছেন প্রতিবন্ধী মজিবর রহমান

0

নিজস্ব প্রতিনিধি : একটি হুইল চেয়ারের আশায় দিন গুনছেন প্রতিবন্ধী মজিবর রহমান
জীবনের প্রয়োজনে চলাফেরা করার জন্য একটি হুইল চেয়ারের জন্য বিভিন্ন দ্বার প্রান্তে ঘুরে, শারিরীক প্রতিবন্ধী হয়েও তার কপালে জোটেনি একটি হুইল চেয়ার ।
মজিবর রহমান পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আনকুটিয়া গ্রামের মৃত সুবাহান মৃধার ছেলে।
সে জানায়, আজ থেকে ১৪ বছর পূর্বে মাঠে কাজ করার সময় শামুকের আঘাতে আমার ডান পায়ে পচন ধরে ফলে ডাক্তারের পরামর্শে পা কেটে ফেলি।এক পায়ে লাঠির সাহায্যে ভর করে চলাচল করতে হয়।সুন্দর ভাবে জীবন যাপন করার জন্য স্বাভাবিক ভাবে হাটা চলা করতে পারিনি। আমার একটি হুইল চেয়ার অতি প্রয়োজন। ।
নিয়তির নিষ্ঠুর খেলায় ভাগ্যকে মেনে নিয়ে পায়ের কাজ হাতে সেরেই প্রতিদিন জীবনের তাগিদে বাহিরে বের হতে হয় তাকে।
তাই এই শারিরীক প্রতিবন্ধী, গরীব, অসহায় মজিবর রহমানের একটি হুইল চেয়ারের খুবই প্রয়োজন। সমাজের বৃত্তবান এবং সামাজিক, সংগঠন কিংবা সরকারি কোন সংস্থা যদি একটি হুইল চেয়ারের হাত বাড়িয়ে দিয়ে জীবন চলার পথে তাকে সহযোগিতা করেন, তাহলে তার এই দুঃখ, দুর্দশা কিছুটা হলেও কমবে বলে তার বিশ্বাস।
একটি হুইল চেয়ার হলে মজিবর রহমান প্রতিদিন সেটিতে চরে বাহিরে বের হতে পারবেন খুব সহজেই। তাই সমাজের বৃত্তবান কিংবা কোন সংস্থার প্রতি একটি মাত্র হুইল চেয়ারের আকুতি তার। যদি কোন ব্যক্তি তার সেই আকুতির ডাকে সাড়া দিয়ে সহানুভূতি কিংবা মানবতার হাত বাড়িয়ে দেন। তাহলে নিচের ঠিকানায় যোগাযোগ করুন…
জেলাঃ পাবনা,উপজেলাঃ চাটমোহর গ্রামঃ আনকুটিয়া ,১ নং ওয়ার্ড
মোবাইল নং : ০১৭৯০৫৮২৯২৬ ( মজিবর রহমান )

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.