বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা
পাবনা প্রতিনিধি : আজ ১৫/০২/২০২১ ইং তারিখ পাবনা সদর থানার ১ নং বিট পুলিশি (১,২,৩ নং ওয়ার্ড)এর উদ্যোগে মন্ডলপাড়া এলাকায় বাল্য বিবাহ, নারী নির্যাতন, যৌতুক, জঙ্গীবাদ, সন্ত্রাস, মাদক ও জুয়া বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পাবনা জেলার সুযোগ্য সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম মহোদয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ অপরাধ, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল), অফিসার ইনচার্জ সদর থানা এবং নবনির্বাচিত ওয়ার্ড কাউন্সিলরগন বক্তব্য রাখেন।
প্রধান অতিথি তার বক্তব্যে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন।এছাড়াও অন্যান্য অপরাধ নির্মূলে এলাকাবাসীর সহযোগীতা কামনা করেন। অনুষ্ঠানে মন্ডলপাড়া এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ বিপুল সংখ্যক নারী উপস্থিত ছিলেন। বিট পুলিশের উদ্যোগে পর্যায়ক্রমে জেলার সকল এলাকায় এ ধরণের সচেতনাতামূলক সভা আয়োজন অব্যাহত থাকবে।