চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

0
বি.সরকার, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় চিকিৎসায় অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগে চিকিৎসক ও নার্সদের নামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পৌরসভার গোপালপুরের মৃতঃ সাজ্জাত আলী সরদারের ছেলে মো: আবু দাউদ সরদার পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে নানা অভিযোগ উত্থাপন করেছেন। দাউদ আলী সরদার জানান, গর্ভবর্তী মাতৃ স্বাস্থ্য ভাউচার কার্ড প্রাপ্ত তার স্ত্রী ফাতেমা বেগম (৩০) এর  ডেলিভারী করার জন্য ১৬ জানুয়ারী সকালে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে এবং অপারেশন করে। অপারেশনের পর নবজাতক পুত্রের শ্বাসকষ্ট দেখা দিলে  এক পর্যায়ে কর্তৃপক্ষ শিশু সন্তানকে খুলনায় রেফার্ড করেন। ১৮ জানুয়ারী বিকেল ৩ টায় নবজাতককে খুলনা শিশু হাসপাতালে ভর্তি করে এবং সেখানেই পরীক্ষা-নিরীক্ষাকালে নবজাতকের মৃত্যু হয়। সংবাদ সম্মেলনে দাউদ আলী নবজাতকের মৃত্যুর প্রতিকার ও  হাসপাতাল সংশ্লিষ্টদের অনিয়ম-দুর্নীতি বন্ধে সাংবাদিকদের লেখনির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.