শেরপুরে পিআইবি’র ৯দিন ব্যাপী সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

0

ইউসুফ আলী মন্ডল, নকলা প্রতিনিধি : বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) আয়োজিত পঁয়ত্রিশ জন সাংবাদিক কে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। প্রথম দিন সোমবার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুর রহমান। অন্যান্যদের মধ্যে প্রশিক্ষণ ক্লাসে দিক নির্দেশনা প্রদান করেন ড্যাফেডিল ইউনিভার্সিটির প্রফেসর ড. শফিকুল ইসলাম, প্রশিক্ষক পিআইবি মোঃ শাহ আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের একেএম ফরিদ উদ্দিন। দ্বিতীয় দিনে মঙ্গলবার ক্লাশ উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কাজী আনিস।

শেরপুর প্রেস ক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, কলাম লেখক কাকন রেজা, ক্লাসে বিভিন্ন বিষয়ে উত্তর দেন বিজয় টিভির নকলা প্রতিনিধি ইউসুফ আলী মন্ডল, মহনা টিভির প্রতিনিধি রেজাউল করিম বকুল, অনলাইন পোস্টাল রিপোটার সেলিম শাহী, মানব জমিন প্রতিনিধি সোহাগ, যায়যায়দিন প্রতিনিধি রমেশ চন্দ্র দাস প্রশিক্ষণ ১৫ই ফেব্রুয়ারী থেকে ১৭ই ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে।

লাল মাহমুদ, মোস্তাফিজুর রহমান বকুল, জাহাঙ্গীর আলম প্রমুখ ১’শ ৫ জন সাংবাদিকের বুনিয়াদি প্রশিক্ষণ তিনটি গ্রুপে বিভক্ত করে ৯ দিনে সমাপ্ত হবে। আজ প্রশিক্ষণ ক্লাসের প্রথম স্তরের সাংবাদিকদের মাঝে বুনিয়াদি প্রশিক্ষণের সনদ বিতরণ করবেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি, জেলা প্রশাসক আনার কলি মাহ্বুব, পিআইবির পরিচালক ড. ওয়াজেদ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.