পাবনার আটঘরিয়ায় ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

0
আটঘরিয়া (পাবনা প্রতিনিধি) : বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর আয়োজনে দেশের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন দৌড় ২০২১।’ সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার(১৮ ই ফেব্রুয়ারী) সকাল ১০ টা ৩০ মিনিটে  পাবনার আটঘরিয়ায়   অনুষ্ঠিত হয় এই দৌড় প্রতিযোগিতা।
তথ্য মতে, গেলো ১০ জানুয়ারি সকাল সাড়ে ছয়টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। ইতোমধ্যে দেশি-বিদেশি দৌড়বিদের অংশগ্রহণে এই ম্যারাথনের নাম উঠে গেছে আন্তর্জাতিক ম্যারাথন অ্যাসোসিয়েশনের (এইমস) ক্যালেন্ডারে। এই দৌড় অনুষ্ঠিত হচ্ছে তিন ক্যাটাগরিতে। যথাক্রমে-ফুল ম্যারাথন, হাফ ম্যারাথন ও ডিজিটাল ম্যারাথন। থেকে পাবনার ৯ টি উপজেলায় এই দৌড়ের জন্য প্রায় ১০ হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন । আজ বৃহঃস্পতি বার সকাল সারে ১০ টায় জেলার আটঘরিয়া উপজেলা মাঠ প্রাঙ্গণে ডিজিটাল ম্যারথনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম।
 এসময় অরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ফুয়ারা খাতুন, বাংলাদেশ সেনাবাহিনীর দশ মিডিয়াম রেজিমেন্টে আর্টিলারির উপ-অধিনায়ক মেজর মাহামুদুন্নবী (পিএসসি), আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও আটঘরিয়া  পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক  ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মিয়া, আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান,একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন সরদার,চাঁদভা ইউপি চেয়ারম্যান কামাল, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনোয়ার, দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোমাইমেনুল চঞ্চল সহ বিভিন্ন স্তরের পেশাজীবি ও সাংবাদিক বৃন্দ।
উদ্বোধনী ডিজিটাল ম্যারাথনে সংশ্লিষ্ঠ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে প্রায় ৫ শতাধিক ব্যক্তিবর্গ স্বতঃস্ফুর্তভাবে ম্যারথনে অংশ গ্রহণ করেন। দুপুরে ম্যারাথনে বিজয়ী ২০ জনকে সদন সহ তাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। উল্লেখ্য যে, আগামী ২২ তারিখে চাটমোহর উপজেলা ও ২৩ তারিখে পাবনা সদরের এই ম্যরাথন দৌড় অনুষ্ঠিত হবে।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.