৮ মাসেও খোঁজ মেলেনি লিমনের

0

আজাহার ইসলাম, ইবি: গত ৯ জুলাই ভোরবেলা প্রতিদিনের মত ইজিবাইক নিয়ে বের হয়েছিল ১৬ বছর বয়সী লিমন হোসেন। দীর্ঘ ৮ মাস পেরিয়েও আর বাড়ি ফেরেনি। দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্রে খোঁজ নিয়েছেন লিমনের পরিবার ও স্বজনরা। জিডি করার পর পুলিশও কোন তথ্য দিতে পারেনি বলে জানান তারা। নিখোঁজ হওয়ার পর থেকে লিমনের বাবা অসুস্থ হয়ে শয্যাসায়ী হয়ে পড়েছেন। মায়েরও সারাদিন কাটে ছেলের চিন্তায়।

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামের রেজাউল শেখের ছেলে লিমন হোসেন। তবে এলাকাবাসীর কাছে পরিচিত বাঙ্কার নামে। চার সদস্য বিশিষ্ট পরিবারে বাবা মায়ের ছোট ছেলে সে। বাবা অসুস্থ হওয়ায় সংসারের হাল ধরেছিল ছোট বেলা থেকেই। ইজিবাইক চালিয়ে খরচ মেটাতো পরিবারের।

লিমনের মা পিঞ্জিরা বেগম জানান, নিখোঁজ হওয়ার চার মাস আগে গ্রামের এক প্রতিবেশী লিমনকে একটি নতুন ইজিবাইক কিনে দেন। নিখোঁজ হওয়ার দিন ভোরে ওই প্রতিবেশীর বাড়ি থেকে ইজিবাইক নিয়ে বের হয় লিমন। এরপর আর বাড়ি ফিরেনি। ইজিবাইকটিরও কোন সন্ধান মেলেনি। পরে লিমনের বাবা রেজাউল শেখ সেদিনই শৈলকুপা থানায় একটি সাধারণ ডায়েরির (জিডি) করেন। তাদেও জিডি নম্বর ৪৮৫।

জিডিতে সূত্রে জানা যায়, সকালে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর দুপুর ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত লিমনের ফোনে কল দিলেও রিসিভ হয়নি। পরে সন্ধ্যার পর থেকে তার ফোনে আর কল ঢুকেনি। এরপর অনেক খোঁজ করলেও লিমন ও গাড়ির সন্ধান পাওয়া যায়নি। লিমনের গায়ের রং ফর্সা। উচ্চতা ৫ ফিট।

সকালে বের হওয়ার সময় লিমনের গায়ে গেঞ্জি, পরনে জিন্স প্যান্ট এবং পায়ে বার্মিজ সেন্ডেল ছিল। ইজিবাইকটির রং নীল। গাড়ির গায়ে ‘হাসেম পরিবহন’ এবং ০১৭২৮৮১৩৮৯৫ মোবাইল নম্বরটি লেখা আছে। লিমনের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৭০৫৬৯৯২০৮। লিমনের বড় ভাইয়ের অল্প উপার্জনে বাবার চিকিৎসা ও সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। লিমনের সন্ধান পেলে ০১৭২২-৪২৮৩১৪ বা ০১৫৮৫-২০২২৭৪ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন তারা।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.