বান্দরবানে চাঁদা না দেওয়াতে বসতবাড়িতে পাহাড়ি সন্ত্রাসী গ্রুপের হামলা

0

রিমন পালিত: বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে চাঁদা না দেওয়াতে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে পাহাড়ি একটি দুর্বৃত্তকারী গ্রুপ । উল্লেখ্য যে ২৭ ফেব্রুয়ারি বান্দরবানের ডলু পাড়ায় এই ঘটনা ঘটে । সূত্রে জানা যায়, হেলাল উদ্দিন এর বাড়িতে ০৫ জনের একটি সন্ত্রাসী গ্রুপ তিনটি মটর সাইকেল যোগে চাঁদা আদায় করতে আসে। আরও জানা যায় দীর্ঘদিন ধরে তারা হেলালের কাছে ১ লাখ টাকা চাদা দাবী করে আসছিল। আজ বাড়িতে এসে হেলালকে না পেয়ে তার ছোটভাই সাহাবুদ্দিনকে মারধর করে এবং চাদার টাকা দাবী করে। পরে হেলাল উদ্দিন নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীকে বিষয়টি অবগত করলে করলে ডলুপাড়া সেনা ক্যাম্প থেকে ১০ জনের একটি টহল দল তার বাড়িতে যায় । উক্ত টহল দল তার বাড়িতে যাওয়ার আগেই পাহাড়ি সন্ত্রাসী দলের সদস্যরা একটি মটর সাইকেল ও ঘড়িমোবাইল রেখে পালিয়ে যায়। বর্তমানে এলাকাটিতে সাধারণ জনসাধারণের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.