আসন্ন মানিকহাট ইউপি নির্বাচনে দলীয় প্রতিক পেতে প্রচার প্রচরনায় এগিয়ে- এ, কে, এম শামছুল আলম
নিজস্ব প্রতিনিধি : আসন্ন মানিকহাট ইউনিয়ন প্ররিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতিক পেতে প্রচার প্রচরনায় এগিয়ে- এ, কে, এম শামছুল আলম,বাবলু মাস্টার । গত ২৭ ফেব্রুয়ারী পাবনার বেড়া উপজেলার কাজির হাটে কাজিরহাট-আরিচা ফেরি সার্ভিস উদ্বোধন উপলক্ষে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহবুব চৌধুরীকে পাবনায় আগমনের শুভেচ্ছা জানানো এবং জনসভা ও উদ্বোধনী অনুষ্ঠান সফল করতে আসন্ন মানিকহাট ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এ, কে, এম শামছুল আলম,বাবলু মাস্টার বিশাল মটরসাইকেল বহর নিয়ে অনুষ্ঠানে হাজির হন। এ, কে, এম শামছুল আলম বাবলু মাস্টারের নামে শ্লোগানে মুখরিত হয় জনসভা স্থল ।
উল্লেখ্য আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান বিশিষ্ট সমাজ সেবক, সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ, কে, এম শামছুল আলম বাবলু মাস্টার । ইতিমধ্যে তিনি জনসাধারণের সমর্থন পেতে মাঠে নেমেছেন আসন্ন মানিকহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রতিক নৌকা নিয়ে নির্বাচন করে জনসেবা করার জন্য । পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছেন, দেখা সাক্ষাৎ করছেন, তাঁর জন্য দোয়া, ভালোবাসা ও প্রার্থীতা পেলে ভোট প্রার্থনাও করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম, মুঠোফোনে সবার সাথে সব সময় যোগাযোগ অব্যাহত রেখেছেন। পাশাপাশি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দাবী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে বেশ প্রচার-প্রচারণা। এ, কে, এম শামছুল আলম বাবলু মাস্টার বিডি২৪ ভিউজ কে জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে মানিকহাট ইউনিয়নের মানুষের সেবা করার জন্য আমি দলীয় মনোনয়ন চাই কারণ আমি সারা জীবন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে চলেছি । তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন প্রদান করেন এবং আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে এ এলাকার শিক্ষাব্যবস্থা, রাস্তাঘাট, কালভার্ট-ব্রিজ, নারী উন্নয়নে কর্মসংস্থান, ডিজিটাল মডেল মানিকহাট ইউনিয়ন পরিষদে রুপান্তর , বর্তমান সরকারের ভিশন ২০২১ বাস্তবায়ন, বেকার সমস্যা দূরীকরণ, মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, ছিনতাইরোধসহ সরকারের উন্নয়নমুখি সকল উদ্যোগ নিষ্ঠা আর দূর্নীতি মুক্ত হয়ে বাস্তবায়ন করতে চাই। এ, কে, এম শামছুল আলম বাবলু মাস্টােরর চাচাতো ভাই ইকবাল বাহার তিনি বাংলাদেশ পুলিশের এডিশনাল আই,জি এছাড়া ছোট ভাই ফজলুক হক অগ্রণী ব্যাংক লিমিটেডের জিএম হিসেবে কর্মরত রয়েছেন । তার বড় ভাই এ কে এম নজরুল আলম আনসারী একজন বীর মুক্তিযোদ্ধা সে একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তার চাচা আব্দুল বারী শেখ বীর মুক্তিযোদ্ধা ছিলেন। পারিবারিকভাবেই তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে রয়েছেন, তার ভাতিজা গাফফারী রাসেল কেন্দ্রীয় সেচ্ছাসেবকলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক , অন্য ভাতিজা শেখ আলী পাবনা জেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ।