এবি মিডিয়া গ্রুপের উদ্যোগ, শিগগিরই শুরু হচ্ছে ‘কামাল আহমেদ মেধাবৃত্তি’ কার্যক্রম

0

নিউইয়র্ক (ইউএনএ): বাংলাদেশ সোসাইটি ইনক’র সভাপতি মরহুম কামাল আহমেদ স্মরণে শিগগিরই শুরু হচ্ছে ‘কামাল আহমেদ মেধাবৃত্তি’ কার্যক্রম। এবি মিডিয়া গ্রুপের উদ্যোগে বাংলাদেশের সিলেট জেলার বিয়ানীবাজারের শিক্ষার্থীদেও মাঝে এই মেধাবৃত্তি প্রদান করা হবে বলে জানা গেছে। উল্লেখ্য, মহামারী করোনায় আক্রান্ত হয়ে সিলেটের বিনিয়ানীবাজারের কৃতি সন্তান কামাল আহমেদ গত বছর অর্থাৎ ২০২০ সালের ৫ এপ্রিল চিকিৎসাধীন থাকাবস্থায় নিউইয়র্কেও একটি হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ও বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ’র সভাপতি ছিলেন। খবর ইউএনএ’র।
এবি মিডিয়া গ্রুপের টেলিভিশন ‘এবিটিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গত ২৬ ফেব্রুয়ারী শুক্রবার রাতে আয়োজিত চ্যানেলটির লাইভ বিশেষ অনুষ্ঠানে এবিটিভির অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক আজিমুর রহমান বুরহান উপরোক্ত তথ্য জানান। অনুষ্ঠানে এবিটিভি’র প্রতিষ্ঠাতা এমডি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার, সিওও আহমেদ ফয়সাল সহ আরো ৩জন প্রতিষ্ঠাতা পরিচালক যথাক্রমে মোস্তফা কামাল, মাসুদুল হক ছানু ও মোহাম্মদ রহমান সায়েম অংশ নেন।
প্রবাসের ‘মানবতার ফেরিওয়ালা’ খ্যাত জনদরদী মানুষ কামাল আহমেদ কোভিড মহামারীতে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে মানব সেবায় নিজের প্রাণ বিলিয়ে গেছেন। তার আকস্মিক প্রয়াণে শোকে স্তব্ধ ছিল পুরো প্রবাসী কমিউনিটি। তিনি ছিলেন সকলের প্রিয় ‘কামাল ভাই’।
কামাল আহমেদের মানব সেবার অনেকগুলো গুণাবলীর মধ্যে ছিল দেশ এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের জন্য কিছু করা, বিশেষ করে বাংলা ভাষা ও শিক্ষা ক্ষেত্রে অবদান রাখা। তিনি প্রথম যুক্তরাষ্ট্র প্রাবাসী বাংলাদেশীদের আমব্রেলা সংগঠন বাংলাদেশ সোসাইটিতে চালু করেন ‘বাংলা স্কুল’। এছাড়াও দেশ এবং প্রবাসে শিক্ষা বিস্তারে তার অবদান ছিল অনস্বীকার্য। তার প্রত্যক্ষ ও পরোক্ষ উদ্যোগ এবং সহযোগিতায় সিলেটে গড়ে উঠেছে স্কুল, কলেজ, মাদ্রাসাসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান। আমৃত্যু তিনি সিলেট অঞ্চলে শিক্ষার বিস্তারে নিজেকে নিবেদিত করে গেছেন।
শিক্ষানুরাগী মরহুম কামাল আহমেদের মহৎ উদ্যোগকে ধরে রাখতে তার স্মৃতিকে লালন করার উদ্যোগ নিয়েছে এবি মিডিয়া গ্রুপ। তার নামে প্রতিষ্ঠা করা হয়েছে ‘কামাল আহমেদ মেমোরিয়াল ফাউন্ডেশন’। চলতি বছরের মার্চ মাস থেকেই এবি মিডিয়া গ্রুপ শিক্ষাবৃত্তি চালু করতে যাচ্ছে। প্রতি বছর তার জন্মস্থান বিয়ানীবাজার উপজেলায় মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে এই বৃত্তি প্রদান করা হবে। আগামীতে এই কাযর্ক্রম দেশব্যাপী ছড়িয়ে দিতে পারব বলে আমাদের প্রত্যাশা সংশ্লিষ্টদের। এবি মিডিয়া গ্রুপের নিজস্ব অর্থায়ানে এই বৃত্তি প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা ইউএনএ প্রতিনিধি-কে জানান।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.