৫৩ লাখ টাকার ব্রীজ এখন ১৩ গ্রামের মানুষের চরম ভোগান্তী

0

নকলা প্রতিনিধি : শেরপুর জেলার নকলা উপজেলার চর বসন্তি গ্রামে ৫৩ লাখ টাকার নির্মাণ করা ব্রীজ এখন ১৩ গ্রামের মানুষের চরম ভোগান্তীর কারণ হয়ে দাড়িয়েছে ঘটছে দুঘর্টনা । চর বসন্তি গ্রামের শাহজাহান মিয়ার বাড়ির নিকট একটি ব্রীজ যা ১৮ লাখ ৭৫ হাজার ৪০৬ টাকা ব্যায়ে নির্মাণ করা হয় । গ্রামের উন্নয়নে ৫০ গজের মধ্যে আরেক টি ব্রীজ নির্মাণ করা হয় । সাড়ে ৩২ লাখ টাকা ব্যয়ে উভয় ব্র্র্রীজের পাশে কোন মাটি দিয়ে ভরাট না করার ফলে সরজমিনের মাটি থেকে ১০ ফুট করে ব্রীজ উপরে উঠে রয়েছে । প্রতিদিন ছোট ছোট যানবাহন নিয়ে গ্রামের মানুষরা ব্রীজ পার হয়ে যেতে পারছেন না । অথচ ২ ব্রীজে ৪ হাজার টাকার মাটি কাটলে ৫৩ লাখ টাকার ব্রীজ টি এক যুগের জন্য গ্রাম বাসীর উপকার বয়ে আনবে । দুঘর্টনায় ক্ষতিগ্রস্থ হয়ে রাগে ক্ষোভে ফেটে পড়ছেন গ্রাম বাসী ।

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.