জনসাধারণের প্রাণীজ পুস্টি নিশ্চিতকরনে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন : সাংসদ আহমেদ ফিরোজ কবির

0

পাবনা প্রতিনিধি : দেশব্যাপী কোভিড-১৯ পরিস্থিতিতে জনসাধারণের প্রাণীজ পুস্টি নিশ্চিতকরনে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন পাবনা-২ (সুজানগর-বেড়া ) আসনের সংসদ সদস্য ও অর্থ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির। আজ সুজানগর প্রাণীসম্পদ দপ্তরে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয় । এসময় আরো উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শাহীনুজ্জামান শাহীন, সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রওশন আলী , সুজানগর উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মো . জামাল উদ্দিন, সুজানগর উপজেলা প্রাণীসম্পদ অফিস ও ভেটরিনারি হাসপাতালের সার্জন কৃষিবিদ ডা. মো. আ. লতিফ, সুজানগর উপজেলা প্রাণীসম্পদ অফিসের সম্প্রসারণ অফিসার ডা. নাসরিন আক্তার কাজলী সহ আওয়ামী লীগের স্থানীয় নেতা কর্মী ।  জনসাধারণের প্রাণীজ পুস্টির চাহিদা মেটাতে প্রকল্পটি সহযোগীতা করছে ডেইরী ফার্মাস এ্যাসোসিয়েশন/ বাংলাদেশ পোলট্রি ফার্মাস এ্যাসোসিয়েশন সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে পাবনা জেলা প্রশাসন ও প্রাণীসম্পদ দপ্তর,পাবনা ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.