মিষ্টি পান চাষ করে কৃষকের মুখে হাঁসি

0

নকলা , শেরপুর থেকে ইউসুফ আলী মন্ডল : শেরপুর জেলার সদর ও নকলা উপজেলায় এবার ২০০ একর জমিতে মিষ্টি পানের চাষ হয়েছে । পান চাষীরা বলেন পান চাষ করলে অনেক খরচ বেশি, লাভের পরিমানও বেশি। তবে অনেক চাষী জানিয়েছেন তাদের কৃষি ঋণের ব্যবস্থা করলে পান চাষ তাদের ভাগ্যের চাকা ঘুরে যেত । জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উপ-পরিচালক ড: মোহিদ কুমার দে বলেন পান চাষ একটা ঝুঁকিপুর্ণ ফসল তবে যারা পান চাষ করে এটা ৫০ বছর পর্যন্ত ফসল পাওয়া যায় উপজেলা কৃষিকর্মকর্তা পরেশ চন্দ্র দাস বলেন এবার নকলাতে পান চাষীরা পরামর্শ নিচ্ছেন তাদের পান চাষে প্রাকৃতিক দূর্যোগ না হলে বেশ লাভবান হবে কৃষকরা। শেরপুর ও নকলায় এবার ৪০ কোটি টাকার পান উৎপাদন হবে বলে আশা প্রকাশ করছে চান চাষিরা ।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.