পাবনায় কিন্ডারগার্টেন সোসাইটি’র সাংবাদ সম্মেলন

0

রফিকুল ইসলাম সুইট : ৭ দফা দাবিতে পাবনায় সাংবাদিক সম্মেলন করেছেন নর্থ বেঙ্গল কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল সোসাইটি পাবনা জেলা শাখা। শনিবার দুপুরে পাবনা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা করেন বেসরকারি কিন্ডারগার্টেনের এই সংগঠন। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশের একটি বড় সংখ্যক শিক্ষার্থী বেসরকারি কিন্ডরগার্টেনে লেখাপড়া করে। কিন্ডারগার্টেনের লেখাপড়ার মান বেশ ভালো। শিশু শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেকসই উন্নয়নে কিন্ডারগার্টেন বিষেশ ভুমিকা রাখছে। প্রায় দেড় বৎসর যাবৎ করোর ভাইরাসের প্রকোপে প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানবেতর জীবন কাটোচ্ছে কিন্ডারগার্টেনের শিক্ষক কর্মচারী গণ। প্রতিষ্টানের ভাড়া, আসবাবপত্র নষ্ঠ, অবকাঠামো অকার্যকরসহ নানা সমস্যায় জর্জরিত শিক্ষক এবং উদ্যোক্তারা।

এসব সমস্যা সমাধানে সংগঠনের পক্ষ থেকে, স্বাস্থ্য বিধি মেনে কিন্টারগর্টেন খুলে দেয়া, পিইসির ন্যায় জেএসসি ও এসএসসি নিজ প্রতিষ্ঠানের নামে অনুমতি দেয়া, উপবৃত্তি দেয়া, উদ্যোগতাদের স্বীকৃতি দেয়া, প্রশিক্ষনের ব্যবস্থা, সুদমুক্ত ঋণ প্রদান, পৃথক শিক্ষাবোর্ড দেয়ার দাবি করা হয়। পাবনা জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান জাহাঙ্গীর এর সভাপতি উপস্থিত ছিলেন, পাবনা প্রেস ক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সংগঠনের মহাসচিব মোহম্মদ আলী, শিক্ষা সচিব খায়রুল আলম, সিদ্দিক মেমোরিয়াল স্কুলে প্রধান কেএম মোবারক হোসেন মানিক, ম্যাক্স ইন্টারন্যাশনালের প্রধান শিক্ষক নুরুল আহসান, দৃষ্টি স্কুলের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম সহ বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেনের প্রধানগণ।

 

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.