সিরাজগঞ্জের সলঙ্গায়  ইভটিজিং এর দায়ে ০১ কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব ,ভ্রাম্যমান আদালতে ০৩ মাসের কারাদন্ড

0

নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায়  ইভটিজিং এর দায়ে ০১ কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে  র‌্যাব; ভ্রাম্যমান আদালতে ০৩ মাসের কারাদন্ড । মঙ্গলবার ১৭ নভেম্বর  এক জনৈক মহিলা, কাপড় ব্যবসায়ী শ্রী অনুকুল চন্দ্র(৪৯) এর দোকান থেকে কাপড় কেনার সময় ইভটিজিংয়ের শিকার হয়ে র‌্যাব-১২ এর কাছে অভিযোগ করেন। এই অভিযোগ এর  ভিত্তিতে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল এবং উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট(রায়গঞ্জ) মোঃ রাজিবুল আলম ঘটনাস্থলে হাজির হয়ে অভিযোগের সত্যতা প্রমান পায় এবং কাপড় ব্যবসায়ীকে আটক করে তাকে ভ্রাম্যমান আদালতে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। গ্রেফতারকৃত আসামী- শ্রী অনুকুল চন্দ্র(৪৯),পিতা- মৃত অবনী ভূষন পাল, সাং- চরকাওয়াক, থানা- উল্লাপাড়া, জেলা- সিরাজগঞ্জ । গ্রেফতারকৃত কাপড় ব্যবসায়ীর বিরুদ্ধে দন্ডবিধি ১৮৬০ এর ৫০৯ ধারায় মামলা দায়ের করত্ব তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে। এ ধরণের ইভটিজিং বিরোধী অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র‌্যাব-১২ বদ্ধপরিকর। র‌্যাব-১২ কে তথ্য দিন ইভটিজিং, মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।

আপনি এগুলোও দেখতে পারেন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না.