অন্য অনুরণন/ কাজী আতীক । নিউ ইয়র্ক

অন্য অনুরণন/
কাজী আতীক।
যে পথে যেতে আগ্রহ অধীর ছিলো, ছিলো অস্থিরতা অনুভবে
কেমন আছে সে পথ এখোন? কেমন আছে বাদবাকি সব?
অথবা পথের ধারের সেই বাড়ীটা? যা ছিলো কেন্দ্রীয় আকর্ষণ
যার উঠোন পেরুলেই খোলা খেলার মাঠ যার বিস্তীর্ণ অবয়ব
বিকেল হলেই মুখর নানান খেলার আয়োজন নানাবিধ কসরত,
অসম বয়েসীদের সেই সম্মিলন তবু এক অভিন্ন সুখের খোঁজ,
আর তুমি? তোমার উচ্ছল চঞ্চল ডানপিটেপনা আর অকপটতা?
আসলে জানতে চাইছি আমি মূলত কেবল- কেমন আছো তুমি?
জানি বদলে গেছে পারিপার্শ্বিকতা, হয়তো বদলে গেছে সবই,
তবে নিশ্চিত জানি মনু এখনো বইছে তেমনি আঁকাবাঁকা
পাহাড়ি ঢল নামা বর্ষায় ঠিকই তার উপচে পড়ে দুই কূল।
জানি, যদিও প্রজন্ম নতুন তবু বিকেলের মাঠে ছুটে আসে তারা
ঠিক আগের মতো, আশপাশের ছেলেমেয়ে যারা সৌখিন ক্রীড়াবিদ,
আর তুমি? তোমার কি মনে পড়ে তখোন বিশেষ কোনো অতীত?
যেমন গোপন কোনো ব্যথা? কিংবা আনমনা করে দেবার উপলক্ষ,
বুকের ভেতর হাতুড়ি পেটা মন কেমন করা এক অস্থিরতা যেমন।
(নিউ ইয়র্ক, ৮ এপ্রিল ‘২০২০)

অন্য অনুরণনকাজী আতীকনিউ ইয়র্ক
Comments (0)
Add Comment