অকস্মাৎ দুর্গম- থেমে গেলো পথ/ কাজী আতীক। নিউ ইয়র্ক

অকস্মাৎ দুর্গম- থেমে গেলো পথ/
কাজী আতীক।

আরো কিছুদূরতো যাওয়াই যেতো
কিছু কাল আরো, কিছু স্পন্দন হয়তো বাকি ছিলো আরো
মনে হয় কেবল অকস্মাৎ দুর্গম- থেমে গেলো পথ,
যেমন বাক্য অসমাপ্ত রেখে এঁকে দিলে যতি চিহ্ন,

অথচ যোগ হয়ে আরো দু’একটি শব্দ বাক্যটি শেষ হলে
ছন্দপতন থেকে হয়তো রক্ষা পেতো পঙক্তির বিন্যাস,
অমোঘ সংযোগ কি তবে শুধুই সহসা থেমে দাঁড়াবার?

পথেতো বাঁক থাকবেই, বাঁকে কেনো সমাপ্ত হবে যাত্রার!

(নিউ ইয়র্ক, ২৮ এপ্রিল ‘২০২১)

নিউ ইয়র্ক
Comments (0)
Add Comment