ভয়ার্ত অপেক্ষা/ কাজী আতীক

ভয়ার্ত অপেক্ষা/
কাজী আতীক।

নড়বড়ে সাঁকো। পিচ্ছিল সাঁকো সংযোগস্থল,
গভীর খাদ, তলদেশে জুড়ে অজস্র পাথরের চাঁই
ভয়ানক পারাপার- খরস্রোতা পাহাড়ি জলস্রোত,
পা ফসকালেই অবধারিত মৃত্যুর হাতছানি,
অথচ কি আশ্চর্য নির্ভীক নিশ্চিন্ত পদক্ষেপ ওদের
অবলীলায় পেরিয়ে যাচ্ছে সাঁকো। ভ্রুক্ষেপহীন।

কিন্তু ওরা কারা? আমি জানতে পারিনা কিছুই।

অসহায় আমি দাড়িয়ে আছি ঠায়, ঠকঠক কম্পমান
ভয়ার্ত অপেক্ষায়- কেউ যদি তাকায়, একটু দাড়ায়,
যদি কেউ হাত ধরে আমার- নিয়ে যায় ওপার।
অথচ কারো কোনো মাথা ব্যথা নেই,পরোয়া নেই,
কেনো আমি দাড়িয়ে, কে আমি, কোথা থেকে এলাম,
মন্ত্রমুগ্ধের মতো ওরা কেবল হেঁটে যায় সাঁকো বরাবর।

কেউ দেখেনা আমাকে, নির্লিপ্ত হেঁটে যাওয়া ওদের
আমি অপ্রস্তুত দাড়িয়ে, পিচ্ছিল পথ, সাঁকো নড়বড়ে।

(কিশোরগঞ্জ, ১১ আগস্ট ‘২০২১)

কাজী আতীকভয়ার্ত অপেক্ষা
Comments (0)
Add Comment